ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড সিরিজের সময়সুচি

আসছে ১৮ নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড এর মধ্যকার
দ্বিপাক্ষিত সিরিজ। উক্ত সিরিজে ভারত কে আতিথ্য দিবে নিউজিল্যান্ড। আসন্ন এই সিরিজে
৩ টি একদিনের আন্তর্জাতিক এবং এবং ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। উক্ত এই
সিরিজ কে কেন্দ্র করে ভারত এবং নিউজিল্যান্ড উভয় দল ই তাদের দল ঘোষনা করেছে। এবং
সিরিজের সময়সুচিও ঘোষনা করা হয়েছে দুই দলের মতানুসারে। চলুন তাহলে দেখে নেই আসন্ন
এই সিরিজে ভারত এবং নিউজিল্যান্ড এর স্কোয়াড ও খেলার সমময়সুচি।

ইন্ডিয়া বনাম ভারত সিরিজের সময়সূচি

ইন্ডিয়া বনাম ভারত সিরিজের সময়সূচি

style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px;" >
টি টয়েন্টি ম্যাচের সময়সুচি

ম্যাচ নং তারিখ ভেন্যু সময়
০১ ১৮.১১.২০২২ উইলিংটন ১২ঃ৩০ pm
০২ ২০.১১.২০২২ মাউন্ট মঙ্গানুই ১২ঃ৩০ pm
০৩ ২২.১১.২০২২ নেপিয়ার ১২ঃ৩০ pm
style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px;" >
ওডিয়াই ম্যাচের সময়সূচী

ম্যাচ নং তারিখ ভেন্যু সময়
০১ ২৫.১১.২০২২ অকল্যান্ড ৭ঃ৩০ am
০২ ২৭.১১.২০২২ হ্যামিল্টন ৭ঃ৩০ am
০৩ ৩০.১১.২০২২ ক্রাইসচারস ৭ঃ৩০ am

নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতে স্কোয়াড

style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;" >

  • শুভমান গিল
  • ইশান কিষাণ
  • সঞ্জু স্যামসন
  • সূর্যকুমার যাদব
  • হার্দিক পান্ডিয়া (c)
  • ঋষভ পন্ত (w)
  • দীপক হুদা
  • ভুবনেশ্বর কুমার
  • যুজবেন্দ্র চাহাল
  • আরশদীপ সিং
  • ওমরান মালিক
  • ওয়াশিংটন সুন্দর
  • মোহাম্মদ সিরাজ
  • শ্রেয়াস আইয়ার
  • কুলদীপ যাদব
  • হর্ষল প্যাটেল

নিউজিল্যান্ডের স্কোয়াড

style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;" >

  1. ফিন অ্যালেন
  2. ডেভন কনওয়ে (w)
  3. কেন উইলিয়ামসন (c)
  4. গ্লেন ফিলিপস
  5. ড্যারিল মিচেল
  6. জেমস নিশাম
  7. মিচেল স্যান্টনার
  8. টিম সাউদি
  9. অ্যাডাম মিলনে
  10. লকি ফার্গুসন
  11. ব্লেয়ার টিকনার
  12. মাইকেল ব্রেসওয়েল
  13. ইশ সোধি

উক্ত সিরিজ নিয়ে আলোচনা

ইন্ডিয়ার সাম্প্রতিক সিরিজ গুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায়, ইন্ডীয়া সাধারনত
টেস্ট ম্যাচ ছাড়া সিরিজ আয়োজন করে না। কিন্তু নিউ জিল্যান্ডের সাথে তারা টেস্ট
ম্যাচ ছাড়াই সিরিজ খেলতে নিউ জিল্যান্ড যাচ্ছে। তার প্রধান কারন হল আসছে
ডিসেম্বরে ভারত বাংলাদেশের সাথে সিরিজ খেলার জন্য ভারত যাবে। তাই হাতে পর্যাপ্ত
সময় না থাকার কারনে তারা টেস্ট ম্যাচ ছাড়াই সিরিজ খেলবে ভারত। এই সিরিজে ভারতে
কয়েক জন নিয়মিত প্লেয়ার কে বিশ্রাম দিয়েছে ভারত বোর্ড।
তাছাড়া নিউ জিল্যান্ড এর কিছু প্লেয়ার কেও তারা বিশ্রামে পাঠিয়েছে।ট্রেন্ট
বোল্ট এবং গাপটিন বাদ পড়েছে ফর্মের কারনে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *