এশিয়া কাপ ২০২২ কবে হবে |Asia cup 2022 start date
এশিয়া মহাদেশের ক্রিকেট টুর্নামেন্ট গুলোর মধ্যে জনপ্রিয় একটি আসর হলো এশিয়া কাপ।জনপ্রিয় এই আসনটি প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে।সর্বশেষ এশিয়া কাপ হয়েছিল 2018 সালে। দুই বছর পর পর এশিয়া কাপ অনুষ্ঠিত হবার কথা থাকলেও 2020 সালের আসরটি করণা মহামারীর কারণে বাতিল হয়ে যায় ।করোনার প্রভাব সারাবিশ্বে থাকলেও ক্রিকেট প্রেমীদের জন্য একটি সুসংবাদ হল 2022 সালের এশিয়া কাপ এবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।চলুন তাহলে জেনে নেই, এশিয়া কাপ কবে হবে্এশিয়া কাপের সময়সূচি, এশিয়া কাপ কোথায় হবে।
এশিয়া কাপ ২০২২ কবে হবে |Asia cup 2022 start date
2021 সালের অক্টোবরে আইসিসি ঘোষণা করেছে যে 2022 সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হতে
যাচ্ছে শ্রীলঙ্কায়।টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ
হবে টি-টোয়েন্টি ফরম্যাটে এই আসরটি শুরু হবে 27 আগস্ট এবং শেষ হবে 11 ই
সেপ্টেম্বর।
এশিয়া কাপ ২০২২ কবে হবে |Asia cup 2022 start date |
এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে |Asia cup 2022 cricket host
করণা মহামারীর কারণে 2020 এর এশিয়া কাপ আসরটি বাতিল হয়ে যায় ।এবার 2022 এর
এশিয়া কাপ আসরটি অনুষ্ঠিত হবে তা নিশ্চিত করেছে আইসিসি। 2021 সালের অক্টোবরে
আইসিসি ঘোষণা দিয়েছে যে এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কার মাটিতে হতে যাচ্ছে ।
আপনি জানেন কি
২০২৬ বিশ্বকাপ কোথায় হবে?না জেনে থাকলে জেনে নিন
এখান থেকে
এবারে এশিয়া কাপ কোন কোন ভেন্যুতে হবে |Asia cup venue
এবারের এশিয়া কাপ কোন কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে তা নিশ্চিত করেনি
শ্রীলংকা ক্রিকেট বোর্ড এবং আইসিসি ।তবে ধারণা করা হচ্ছে এবারের এশিয়া কাপের
ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলম্বোতে।যখন শ্রীলংকা ক্রিকেট বোর্ড এশিয়া কাপের
ভেন্যু নিশ্চিত করবে তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।
এশিয়া কাপ 2022 এ কোন কোন দল অংশগ্রহণ করবে |Asia cup 2022 teams list
এবারের এশিয়া কাপ 2022 এ অংশগ্রহণ করবে মোট ছয়টি দল ।তাদের মধ্যে পাঁচটি
নিশ্চিত হয়েছে এবং বাকি একটি দলকে কোয়ালিফায়ার বেরিয়ে আসতে হবে মূল
পর্বে। দল 5 টি হল বাংলাদেশ ,ভারত , পাকিস্তান , শ্রীলংকা ,
আফগানিস্তান।
এশিয়া কাপ 2022 সময়সূচী |Asia cup 2022 schedule time table
এশিয়া কাপ 2022 এর পূর্ণাঙ্গ সময়সূচি এখনো প্রকাশ করেনি আইসিসি কিংবা শ্রীলংকা
ক্রিকেট বোর্ড। তবে ধারণা করা হচ্ছে ব্যস্ত সময় সূচি কারণে 27 আগস্ট থেকে
11সেপ্টেম্বর টানা ম্যাচ দিয়ে শেষ করে দিবে আসরটি।তবে ধারণা করা
হচ্ছে খেলাগুলো শুরু হতে পারে সকাল বেলা থেকে।
এশিয়া কাপ কে কতবার নিয়েছে |Asia cup Champion list
এখন পর্যন্ত এশিয়া কাপের মোট 14 টি আসর সম্পূর্ণ হয়েছে । তার মধ্যে কেবলমাত্র
ভারত জিতেছে অর্ধেকের চেয়ে বেশি বার ।14 টি আসনের মধ্যে ভারত জিতেছে ৮ বার
শ্রীলংকা জিতেছে 4 বার এবং পাকিস্তান জিতেছে দুইবার।
বাংলাদেশ এশিয়া কাপ কতবার জিতেছে
বাংলাদেশ ক্রিকেট দল এখন পর্যন্ত মোট তিনবার এশিয়া কাপের ফাইনালে ফাইনাল খেলেছে
। কিন্তু প্রতিবারই ফাইনালে জয়লাভ করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশে ।অর্থাৎ তিন বার
ফাইনাল খেলে ও এশিয়া কাপের শিরোপা জেতা হয়নি একবার ও ।
এশিয়া কাপ 2023 কবে হবে | Asia cup 2023 schedule
এশিয়া কাপ 2023 কবে হবে তা এখনো নিশ্চিত করেনি আইসিসি । খুব সম্ভবত 2023
সালের এশিয়া কাপ কবে হবে অথবা এশিয়া কাপ 2023 এর সময়সূচী পরবর্তী এশিয়া কাপের
পর প্রকাশ করা হতে পারে।
2023 এশিয়া কাপ কোথায় হবে | Asia cup 2023 cricket host
2023 সালের এশিয়া কাপের সময়সূচি প্রকাশ করেনি আইসিসি । কিন্তু 2023 সালের
এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তা ঘোষণা করে দিয়েছে আইসিসি । 2021 সালের
অক্টোবরে আইসিসি ঘোষণা করেছেন যে পাকিস্তান হতে যাচ্ছে 2023 এশিয়া কাপের হোস্ট
নেশন বা স্বাগতিক দেশ।
ভালো লিখেছেন