আর্জেন্টিনা প্লেয়ারের নাম লিষ্ট ২০২২ | কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের খেলোয়ারের তালিকা ২০২২

চলতি বছর নভেম্বর এর 21 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে চার বছর পর পর অনুষ্ঠিত হতে যাওয়া   গ্রেটেস্ট শো অন আর্থ নামক ফুটবল বিশ্বকাপ। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার সবচেয়ে জনপ্রিয় আসর  ফুটবল বিশ্বকাপ শুরু হতে হাতে আর বেশি সময় নেই। তাই কোটি কোটি ফুটবল ভক্তদের মনের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে কাতার ফুটবল বিশ্বকাপ 2022। তাই আপনাদের আগ্রহ কে কেন্দ্র করে সাজিয়েছি আমাদের  এই আজকের  আয়োজন। 

দীর্ঘ এক থেকে দেড় বছর বাছাইপর্বের যুদ্ধ পেরিয়ে যারা কাতার বিশ্বকাপ 2022 এ খেলার যোগ্যতা অর্জন করেছে তাদেরকে নিয়ে সাজিয়েছি আমাদের  বিশেষ এই ধারাবাহিক আয়োজন । আমাদের ধারাবাহিক আয়োজন এর প্রথম পর্বে থাকছে আর্জেন্টিনা দল নিয়ে বিস্তারিত।  চলুন তাহলে শুরু করা যাক। 

জেনে নিন ফুটবল বিশ্বকাপ ২০২২ কবে হবে 

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দল 

ফিফার সর্বশেষ রেংকিং অনুযায়ী আর্জেন্টিনা বর্তমানে অবস্থান করছে রেংকিং এর টপ থ্রির তলানি তে । তলানীতে বলায় ভাববেন না আর্জেন্টিনা দলকে নিয়ে নেতিবাচক কিছু বলেছি।কেননা ফিফা রেংকিং এর শীর্ষে আর্জেন্টিনা দল নেই , তাদের পারফর্মেন্স অনুযায়ী  তাদের জন্য এটি  একটি দুর্ভাগ্য বলাই যেতে পারে।  কারণ 2019 সালের জুলাই এর ৩ তারিখে ব্রাজিলের সাথে হারার পর থেকে দীর্ঘ তিন বছর হারের মুখই  দেখেনি আর্জেন্টিনা দল ।এই সময়ে  তারা ছিল দুর্বার,  অপ্রতিরোধ । তাদের বর্তমান ফিফা রেংকিং হলো 3। 


বিশ্বকাপে আর্জেন্টিনা দলের খেলোয়ারের তালিকা

কেমন হবে  বিশ্বকাপে আর্জেন্টিনা দল 

আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আর্জেন্টিনার খেলা দেখে আসছেন, তারা হয়তো জানেন আর্জেন্টিনা দল মেসির উপর কতটা নির্ভরশীল। সেই নির্ভরশীলতার চাপকে হিমালয় পর্বতের সমান বোঝা মনে করে গুরুত্বপূর্ণ ম্যাচে আলো ছড়াতে পারেনি আর্জেন্টিনার এই ক্ষুদে যাদুকর । মূলত আর্জেন্টিনা দলের সবচেয়ে নেতিবাচক দিক ছিল এটি
আর বর্তমানে আর্জেন্টিনা দলের জন্য সবচেয়ে সুখবর হল, তারা এখন মেসি নির্ভরশীলতা কাটিয়ে দলগত পারফরম্যান্স করা শুরু করে দিয়েছে । আপনি যদি আর্জেন্টিনার খেলা নিয়মিত দেখে থাকেন তাহলে আপনার জন্য এটা বের করা খুবই কষ্টকর হবে যে আর্জেন্টিনা শেষ কবে দলগতভাবে এত ভালো খেলেছে। তাদের দলের প্রত্যেকটা পজিশন বিশ্বকাপকে আগাম বার্তা দিচ্ছে আমরা আসছি কাতার বিশ্বকাপ। 

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের খেলোয়ারের তালিকা ২০২২

বর্তমানে আর্জেন্টিনা দলে প্রত্যেকটি পজিশনে বিশ্বমানের প্লেয়ার দিয়ে পরিপূর্ণ। 18 বিশ্বকাপের পূর্বে সার্জিও রোমেরো ইনজুরিতে পড়ার পর 18 বিশ্বকাপের তারা টের পেয়েছে গোলকিপিং পজিশন দলের জন্য  কতটা গুরুত্বপূর্ণ । তাদের গোলকিপার পজিশনের রক্ষা করতে হয় যেন আবির্ভাব হয়েছে মিলানো মার্তিনেজ কেননা তাঁর অভিষেকের পর থেকে হাড়ের মুখ দেখতে হয়নি আর্জেন্টিনা দল কে এমনকি একাধিক গুলো হজম করতে হয়নি কোন ম্যাচে। 

আর্জেন্টিনা প্লেয়ারের নাম লিষ্ট ২০২২ 

Argentina world cup squade
SL No. NAME POSITION CLUB
01 EMILANO MARTINEZ Goal keeper ASTON VILLA
02 J. Rulli  Goal keeper Villarreal
03 FRANCO ARMANI Goal keeper RIVER PLATE
04 CHRISTIAN ROMERO Difender TOTENHAM
05 Lisandro Martinez Difender Ajax
06 Montial DifenderSevilla 
07 Nicolas Otamendi Difender FC porto
08 German Pezzella Difender Real betis
09 Juan Foyth Difender villarreal
10 Nicolas Tagliafico Difender Ajax
11 Marcos Acuna Difender Sevilla
12 Nahuel Molina Difender Udinese
13 Guido Rodriguez Midfielder Real betis
14 Liandro Paredes Midfielder PSG
15 Rodrigo De Paul Midfielder Atletico Madrid
16 Enzo farnandez Midfielder
17 Exequiel Palacios Midfielder Bayer Leverkusen
18Angel Di MariaForwardJuventus
19 Buendia Midfielder Aston villa
20 Lionel Messi Forward PSG
21


22
23 Paulo Dybala Forward Juventus
24
25 Joaquin Correa Forward Inter Milan
26 Lautaro Martinez Forward Inter Milan
27 Julian Alvarez Forward Manchester city
28 Lucas Alario Forward Bayer Leverkusen
29 Nicolas Gonzalez Forward Feorentina






আর্জেন্টিনা প্লেয়ার  লিষ্ট বাংলায় 

বিশ্বকাপে আর্জেন্টিনা দল
ক্রমিক নং নাম পজিশশন ক্লাব
০১ এমিলিয়ানাে মার্টিনেজ গােলরক্ষক এস্টন ভিলা
০২ জোয়ান মুসাে গােলরক্ষক আটালান্টা
০৩ ফ্রাঙ্কো আরমানি ১ গােলরক্ষক রিভারপ্লেট
০৪ ক্রিশ্চিয়ান রােমেরাে ডিফেন্ডার টটেনহাম
০৫ লিসান্দ্রো মার্টিনেজ ডিফেন্ডার আয়াক্স
০৬ লুকাস মার্টিনেজ ডিফেন্ডার ফিউরেন্টিনা
০৭ নিকোলাস ওটামেন্ডি ডিফেন্ডার পরতো
০৮ জার্মান পেজেলা ডিফেন্ডার রিয়েল বেটিস
০৯ মারকো সেনেসি ডিফেন্ডার ফরেনবাইস
১০ নিকোলাস ট্যাগলিয়াফিকে ডিফেন্ডার আয়াক্স
১১ মার্কোস আকুনা ডিফেন্ডার সেভিয়া
১২ নাহুয়েল মােলিনা ডিফেন্ডার উডিনেসে
১৩ গুইডাে রদ্ৰীগেজ মিডফিল্ডার রিয়েল বেটিস
১৪ লিয়ান্দ্রো পারেদেস মিডফিল্ডার পিএসজি
১৫ রদ্রিগেডি পল মিডফিল্ডার এথলেটিকো মাদ্রিদ
১৬ জিওভানি লাে সেলসাে মিডফিল্ডার টটেনহাম
১৭ এক্সকুয়েল প্যালাসিওস মিডফিল্ডার বায়ার লেভারকুসেন
১৮ আলেজান্দ্রো গারেঞ্চু মিডফিল্ডার ম্যানচ্যাষ্টার ইউনাইটেড
১৯ বুন্দেয়া মিডফিল্ডার এস্টন ভিলা
২০ লিওনেল মেসি ফরোয়ার্ড পিএসজি
২১ অ্যাঞ্জেল ডি মারিয়া ফরোয়ার্ড জুভেন্টাস
২২ মাতিয়াস সােলে ফরোয়ার্ড জুভেন্টাস
২৩ পাওলাে দিবালা ফরোয়ার্ড জুভেন্টাস
২৪ এঞ্জেল কোরেয়া ফরোয়ার্ড এথলেটিকো মাদ্রিদ
২৫ জোয়াকুইন কোরেয়া ফরোয়ার্ড ইন্টার মিলান
২৬ লাউতারাে মার্টিনেজ ফরোয়ার্ড ইন্টার মিলান
২৭ জুলিয়ান আলভারেজ ফরোয়ার্ড ম্যানচেষ্টার সিটি
২৮ লুকাস আলারিও ফরোয়ার্ড বায়ার লেভারকুসেন
২৯ নিকোলাস গঞ্জালেস ফরোয়ার্ড ফিউরেন্টিনা
৩০ লুকাস বয়ে ফরোয়ার্ড এলচে
৩১ লুকা রোমেরু ফরোয়ার্ড লেজিও
৩২ লুকাস ওকেম্পোস ফরোয়ার্ড সেভিয়া
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url