Bangladesh squad for the t20 world cup| টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড

 আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং  ত্রিদেশীয় সিরিজ কে কেন্দ্র করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অফ  ফর্মের কারণে থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাঈম শেখ । সাম্প্রতিক  টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কারনে দলে নেই  মুশফিকুর রহিম । তাছাড়া  সৌম্য সরকারকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে । চলুন তাহলে দেখে নেই টি টোয়েন্টি  বিশ্বকাপ 2022 এ বাংলাদেশের খেলোয়ারের তালিকা। 



Bangladesh squad for the t20 world cup| টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের  স্কোয়াড


Bangladesh squad for the t20 world cup| টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের  স্কোয়াড

  • সাকিব আল হাসান (অধিনায়ক)
  • সৌম্য সরকার 
  • মেহেদী হাসান মিরাজ
  • আফিফ হোসেন
  • মোসাদ্দেক হোসেন
  • লিটন দাস
  • ইয়াসির আলী রাব্বী
  • নুরুল হাসান সোহান
  • মোস্তাফিজুর রহমান
  • শরিফুল ইসলাম 
  • তাসকিন আহমেদ
  • ইবাদত হোসেন
  • হাসান মাহমুদ
  • নাজমুল হোসেন শান্ত 
  • নাসুম আহমেদ।

Bangladesh Squad For ICC T20 World Cup 2022| টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের  খেলোয়ারের তালিকা 

আপনারা ইতো  মধ্যে জেনে গেছেন  টোয়েন্টি  বিশ্বকাপ এবং ত্রিদেশিয়  সিরিজের জন্য বাংলাদেশের হয়ে  প্রতিনিধিত্ব করার জন্য কারা কারা থাকছেন ১৫ সদস্যের দলে ।15 জন ছাড়াও স্ট্যান্ডবাই হিসেবে দলের  সাথে আছে সৌম্য সরকার শরিফুল ইসলাম এবং শেখ মেহেদী হাসান। 

বাংলাদেশের দল নিয়ে প্রতিক্রিয়া 

বাংলাদেশের প্রতিটা শিরিজ এবং প্রতিটা বড় কোন ইভেন্টে বাংলাদেশ দল ঘোষণা করার পর বিতর্ক যেন ছাড়তেই চাচ্ছে না । কেননা প্রতিবারই বড় কোন ইভেন্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিতর্কিত কিছু প্লেয়ার দলের সাথে যুক্ত করেই যাচ্ছে ।যারা কিনা জাতীয় দলে নিয়মিত ফ্লপ করার পরেও তাঁদেরকে বারেবারে সুযোগ দেওয়া হচ্ছে স্কোয়ডে । তাদের মাঝে নাজমুল হোসেন শান্ত একজন । 
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদশের হয়ে   ক্রিকেট খেলা সবচেয়ে সহজ। কেননা কেউ কেউ  2020 সালে বিপিএলে পারফরমেন্ন্মেন্স করার কারনে ২০২২ সালের   টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়।
তাছাড়া ঘরোয়া তো তেমন কোনো আহামরি পারফরম্যান্স না করার পরেও দলের সাথে যুক্ত হতে পেরেছে সাব্বির রহমান এবং সৌম্য সরকার। 

এশিয়া কাপে বাংলাদেশের পারফর্মেন্স  


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url