T20 World Cup England Squad 2022 - Full Players List | টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের ১৫ সদস্যের দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে নিউজিল্যান্ডের কাছে 5 উইকেটে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রার  স্বপ্নভঙ্গ ইংল্যান্ড ক্রিকেট টিমের। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার 7 টি  ভিন্ন ভিন্ন স্টেডিয়ামে। টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 এর জন্য খুব সচেতনতার সাথে  ভেবেচিন্তে দল  সাজিয়েছে  ইংল্যান্ড ক্রিকেট বোর্ড । চলুন দেখে নেই কারা কারা আছে ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রায় ।
দেখে নিন টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড 



  T20 World Cup England Squad 2022 - Full Players List   | টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের ১৫ সদস্যের দল


T20 world cup 2022 England squad । টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের স্কোয়াড

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 নিয়ে বেশ সচেতন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বেশ কিছু  ম্যাচ ভালো  পারফর্ম করতে না পারার কারণে প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের মারকুটে ব্যাটার   জেসন রয় ।তিনি মুলত  সল্টের কাছে যায়গা হারিয়েছে । তাছাড়া 2019 সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালের জয়ের নায়ক বেন স্টোকস  টি-টোয়েন্টি দলে নেই এবছরের মার্চ মাস থেকেই । তারপরও ইংল্যান্ড ক্রিকেট দল পূর্ণ  ভরসা রেখেছে তার উপর । তাই বেন স্টোকস কে  রাখা হয়েছে ইংল্যান্ড এর চূড়ান্ত দলে ।
আরো পড়ুন আইসিসি টি ২০ বিশ্বকাপের সময়সূচী


কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার আগে বড় ধরনের একটি ধাক্কা খেল  ইংল্যান্ড ক্রিকেট বোর্ড । দীর্ঘদিন ইনজুরির কারণে দলের সাথে যুক্ত করতে পারেনি ইংল্যান্ডের তারকা বোলার  আরচার কে ।তাছাড়া দল ঘোষনা করার কিছুদিন আগে গলফ খেলতে গিয়ে পা মচকে যায় ইংল্যান্ডের মারকুটে ওপেনার বেয়ারস্টোর । যেই কারনে ইংল্যান্ডের প্রাথমিক দলে থাকার পরও বাদ পরতে হয়েছে চুড়ান্ত  দল থেকে । তাছাড়া   টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২  এ ইংল্যান্ড ক্রিকেট টিমে থাকছে না আর কোন চমক ।চলুন তাহলে দেখে নেই জস বাটলার এর নেতৃত্বাধিন  টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ ইংল্যান্ডের দলের চুড়ান্ত  তালিকা । 


England  squad for t20 world cup | টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের ১৫ সদস্যের দল
  • জস বাটলার (অধিনায়ক)
  • আদিল রশিদ
  • মঈন আলী
  • ফিল সল্ট
  • হ্যারি ব্রুক
  • বেন স্টোকস
  • স্যাম কুরান
  • রিস টপলে
  • ক্রিস জর্ডান
  • ডেভিড উইলি
  • লিয়াম লিভিংস্টোন
  • ক্রিস ওকস
  • ডেবিড মালান
  • মার্ক উড
বিশ্বকাপ যাত্রা শুরু করার আগে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সাউথ আফ্রিকার বিপক্ষে  টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড । উক্ত সিরিজের প্রথম দুটি ম্যাচ, না খেলা খেলার সম্ভাবনা রয়েছে নিয়মিত ক্যাপ্টেন জস বাটলার এর । ক্ষেত্রে ইংল্যান্ড ক্রিকেট টিম কে নেতৃত্ব দেবে তাদের সরকারি ক্যাপ্টেন মইন  আলী। তাছাড়া উক্ত সিরিজের  পরবর্তী ম্যাচগুলোতে জস বাটলার থাকবে ক্যাপটেন হিসেবে । উক্ত সিরিজের চুড়ান্ত সময়সূচি প্রকাশ হলে আপনাদের  কে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url