কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি| কোপা আমেরিকা ২০২৩ সময় সূচি

৮ ডিসেম্বর২০২৩ আমেরিকার মায়ামিতে ড্র হয়ে গেল লাটিন আমেরিকার ৪৮ তম শ্রেষ্ঠ্যত্ত্বের লড়াই। এবারের কোপা আমেরিকা ২০২৪ এ মোট অংশগ্রহন করা দল হল ১৬ টি। ১০ টি দল খেলবে লাটিন আমেরিকা থেকে আর ৬ টি দল খেলবে কনকাকাপ অঞ্চল থেকে।

 ২১ জুনে উদ্ভধোনি ম্যাচ দিয়ে হয়ে ১৫ জুলাই ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে ২৬ দিন ব্যপি এবারে কোপা আমেরিকা ২০২৪। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে এর বিস্তারিত আলোচনায়।

কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি
কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি

কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি

কোপা আমেরিকা ২০২৪ এর সময়সুচি অনুযায়, উদ্বোধনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা এবং প্লে-অফ পেরিয়ে আসা একটি দল(কানাডা/ট্রিনিদাদ এন্ড টোবাগো) এবং ম্যাচ টি আরম্ভ হবে ২১ জুন ২০২৪ বাংলাদেশ সময় সকাল ৬টায়। তাছাড়া গ্রুপ পর্বের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে ২১ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত। আপনি চাইলে দেখে নিতে পারেন আর্জেন্টিনা খেলা কবে ২০২৪

তারপর ২ দিন বিরতি নিয়ে মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনাল এর ম্যাচ। এবং কোয়ার্টার ফাইনালের ৪ টি ম্যাচ হবে ৫,৬ এবং ৭ তারিখে.৭ তারিখে ২ টি ম্যাচ হবার কথা রয়েছে।

আরো দেখে নিন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজ ২০২৪

কোয়ার্টার ফাইনালের পর আবার দুই দিন বিরতি নিয়ে মাঠে গড়াবে সেমিফাইনালের দুই টি ম্যাচ। ম্যাচ দুই টি হবে ১০ এবং ১১ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬ টায়। এবারের কোপা আমেরিকার বাকি ম্যাচ দুই টা হবে ১৪ ও ১৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬ টায়। একটি হল ৩য় স্থান নির্ধারনি ম্যাচ আরেক টা হল বিগ ফাইনাল।

কোপা আমেরিকা 2024 গ্রুপ

এবারের কোপা আমেরিকায় মোট ১৬ টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদন্ধিতা করবে। প্রতিটি গ্রুপে থাকবে চার.টি দল। এবং প্রতি টি গ্রুপে থাকা দল গুলো একে অপরের মোকাবেলা করবে। গ্রুপ গুলো হলঃ

গ্রুপ A গ্রুপ B গ্রুপ C গ্রুপ D
আর্জেন্টিনা ইকুয়েডর বলিভিয়া ব্রাজিল
TBD মেক্সিকো পানামা পেরাগুয়ে
চিলি জামাইকা আমেরিকা TBD
পেরু ভেনেজুয়েলা উরুগুয়ে কলম্বিয়া

গ্রুপ পর্বে একটি দল খেলার সুযোগ পাবে ৩ টি ম্যাচ। প্রতি টি গ্রুপ থেকে দুই টি দল খেলবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে নক আউটের নিয়ম অনুযায়ী হবে সব গুলো ম্যাচ।চলুন তাহলে কথা না বাড়িয়ে  দেখে নেই এর বিস্তারিত সময়সূচী 

তারিখ ম্যাচ সময়
২১-০৬-২০২৪ আর্জেন্টিনা বনাম TBD সকাল ৬টা
২২-০৬-২০২৪ পেরু বনাম চিলি সকাল ৬টা
২৩-০৬-২০২৪ ইকুয়েডর বনাম ভেনেজুয়েলা সকাল ৪ টা
২৩-০৬-২০২৪ মেক্সিকো বনাম জামাইকা সকাল ৭ টা
২৪-০৬-২০২৪ আমেরিকা বনাম বলিভিয়া সকাল ৪ টা
২৪-০৬-২০২৪ উরুগুয়ে বনাম পানামা সকাল ৭ টা
২৫-০৬-২০২৪ কলম্বিয়া বনাম পেরাগুয়ে সকাল ৪ টা
২৫-০৬-২০২৪ TBD বনাম ব্রাজিল সকাল ৫ টা
২৬-০৬-২০২৪ পেরু বনাম TBD সকাল ৪ টা
২৬-০৬-২০২৪ আর্জেন্টিনা বনাম চিলি সকাল ৭ টা
২৭-০৬-২০২৪ ইকুয়েডর বনাম জামাইকা সকাল ৪ টা
২৭-০৬-২০২৪ ভেনেজুয়েলা বনাম মেক্সিকো সকাল ৭ টা
২৮-০৬-২০২৪ পানামা বনাম আমেরিকা সকাল ৪ টা
২৮-০৬-২০২৪ উরুগুয়ে বনাম বলিভিয়া সকাল ৭ টা
২৯-০৬-২০২৪ কলম্বিয়া বনাম TBD সকাল ৪ টা
২৯-০৬-২০২৪ পেরাগুয়ে বনাম ব্রাজিল সকাল ৭ টা
৩০-০৬-২০২৪ আর্জেন্টিনা বনাম পেরু সকাল ৬টা
৩০-০৬-২০২৪ TBD বনাম চিলি সকাল ৬টা
০১-০৭-২০২৪ মেক্সিকো বনাম ইকুয়েডর সকাল ৬টা
০১-০৭-২০২৪ জামাইকা বনাম ভেনেজুয়েলা সকাল ৬টা
০২-০৭-২০২৪ বলিভিয়া বনাম পানামা সকাল ৭ টা
০২-০৭-২০২৪ আমেরিকা বনাম উরুগুয়ে সকাল ৭ টা
০৩-০৭-২০২৪ ব্রাজিল বনাম কলম্বিয়া সকাল ৭ টা
০৩-০৭-২০২৪ TBD বনাম পেরাগুয়ে সকাল ৭ টা
০৫-০৭-২০২৪ কোয়ারটার ফাইনাল ১ সকাল ৭ টা
০৬-০৭-২০২৪ কোয়ারটার ফাইনাল ২ সকাল ৭ টা
০৭-০৭-২০২৪ কোয়ারটার ফাইনাল ২ সকাল ৪ টা
০৭-০৭-২০২৪ কোয়ারটার ফাইনাল ৪ সকাল ৭ টা
১০-০৭-২০২৪ সেমি ফাইনাল ১ সকাল ৬টা
১১ -০৭-২০২৪ সেমি ফাইনাল ২ সকাল ৬টা
১৪-০৭-২০২৪ ৩য় স্থান ম্যাচ সকাল ৬টা
১৫-০৭-২০২৪ ফাইনাল সকাল ৬টা

কোপা আমেরিকা ২০২৩ সময় সূচি। কোপা আমেরিকা 2023

আমরা অনেকে গুগলে সার্চ করে থাকি কোপা আমেরিকা সময়সুচি ২০২৩। আসলে ২০২৩ সালে কোপা আমেরিকা হবে না। কোপা আমেরিকা হবে ২০২৪ সালে। কিন্তু ২০২৪ কোপা আমেরিকার সময়সুচি প্রকাশ করা হয় ২০২৩ সালের ৮ ডিসেম্বর। তাই অনেক মনে করে থাকে কোপা আমেরিকা ২০২৩ সালেও হতে পারে। তাই বাংলাদেশের খেলা প্রেমি মানুষের এই ভুল তথ্য টি গুগলে খোজে থাকে। আশা করি সম্পূর্ণ ব্যাপার টা বুঝতে পেরেছেন।

প্রশ্নঃ কোপা আমেরিকা কবে শুরু হবে?

উ ত্তরঃএবারের কোপা আমেরিকা শুরু হবে ২১ জুন ২০২৪ এ বাংলাদেশ সময় সকাল ৬ টা


প্রশ্নঃকোপা আমেরিকার ফাইনলা ম্যাচ কবে?

উ ত্তরঃকোপা আমেরিকা ২০২৪ এর ফাইনাল ম্যাচ হবে ১৫ জুলাই।


প্রশ্নঃকোপা আমেরিকায় আরজেন্টিনার ম্যাচ কবে ?

উ ত্তরঃএবারের কোপা আমেরিকাইয় আরজেন্টিনার প্রথম ম্যাচ হবে ২১ জুন ২০২৪ এ বাংলাদেশ সময় সকাল ৬ টা


প্রশ্নঃকোপা আমেরিকায় ব্রাজিলের ম্যাচ কবে?

উত্তরঃ ২৫ জুন ২০২৪

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url