ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড
ডিসেম্বরে টেস্ট এবং ওডিয়াই খেলার জন্য বাংলাদেশ আসছে ইন্ডীয়া ক্রিকেট টিম।
এবারের সিরিজে ইন্ডিয়া ২ টেস্ট এবং ৩ ওডিয়াই খেলবে। আসন্ন এই সিরিজ কে কেন্দ্র
করে কিছুদিন আগেই সময়সূচি ঘোষনা করে দিয়েছে বাংলাদেশ বোর্ড। তাছাড়া এই সিরিজের
জন্য ইন্ডিয়া বোর্ড তাদের স্কোয়াড ঘোষনা করেছে বেশ কিছু দিন আগে। আর পরিশেষে
বাংলাদেশ বোর্ড ও তাদের কাঙ্খিত স্কোয়াড ঘোষনা করে দিয়েছে। চলুন দেখে নেই তাহলে
উক্ত সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড।
![]() |
ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড |
ভারতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড
বাংলাদেশ বোর্ড। জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামে থাকার পর এই সিরিজে দলের সাথে
যুক্ত হয়েছে সাকিব আল হাসান।তাছাড়া এবারে দলে নেই তেমন কোন চমক। চলুন তাহলে
দেখে নেই উক্ত সিরিজে বাংলাদেশের স্কোয়াড
বাংলাদেশের ওডিয়াই স্কোয়াড
style="border: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px; text-align: left;" >
- তামিম ইকবাল (ক্যাপ্টেন)
- লিটন দাস
- আনামুল হক
- সাকিব আল হাসান
- মুশফিকুর রহিম
- আফিফ হোসেন
- ইয়াসির আলী
- মেহেদী হাসান
- মুস্তাফিজুর রহমান
- তাসকিন আহমেদ
- হাসান মাহমুদ
- এবাদত হোসেন
- নাসুম আহমেদ
- মাহমুদউল্লাহ
- নাজমুল হোসেন শান্ত
- নুরুল হাসান সোহান
তাছাড়া কিছু দিনের মধ্যে টেস্ট স্কোয়াড ঘোষনা আসবে বাংলাদেশ বোর্ড থেকে।