T20 World Cup England Squad 2022 – Full Players List | টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের ১৫ সদস্যের দল
টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে নিউজিল্যান্ডের কাছে 5 উইকেটে হেরে টি-টোয়েন্টি
বিশ্বকাপ যাত্রার স্বপ্নভঙ্গ ইংল্যান্ড ক্রিকেট টিমের। এবার
টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার 7 টি ভিন্ন
ভিন্ন স্টেডিয়ামে। টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 এর জন্য খুব সচেতনতার
সাথে ভেবেচিন্তে দল সাজিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড । চলুন
দেখে নেই কারা কারা আছে ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রায় ।
দেখে নিন
টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড
![]() |
T20 World Cup England Squad 2022 – Full Players List |
T20 world cup 2022 England squad । টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের
স্কোয়াড
কিছু ম্যাচ ভালো পারফর্ম করতে না পারার কারণে প্রাথমিক দল থেকে বাদ
পড়েছেন ইংল্যান্ডের মারকুটে ব্যাটার জেসন রয় ।তিনি মুলত
সল্টের কাছে যায়গা হারিয়েছে । তাছাড়া 2019 সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালের
জয়ের নায়ক বেন স্টোকস টি-টোয়েন্টি দলে নেই এবছরের মার্চ মাস থেকেই
। তারপরও ইংল্যান্ড ক্রিকেট দল পূর্ণ ভরসা রেখেছে তার উপর । তাই বেন
স্টোকস কে রাখা হয়েছে ইংল্যান্ড এর চূড়ান্ত দলে ।
আরো পড়ুন আইসিসি টি ২০ বিশ্বকাপের সময়সূচী
কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার আগে বড় ধরনের একটি ধাক্কা খেল
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড । দীর্ঘদিন ইনজুরির কারণে দলের সাথে যুক্ত করতে পারেনি
ইংল্যান্ডের তারকা বোলার আরচার কে ।তাছাড়া দল ঘোষনা করার কিছুদিন আগে গলফ
খেলতে গিয়ে পা মচকে যায় ইংল্যান্ডের মারকুটে ওপেনার বেয়ারস্টোর । যেই কারনে
ইংল্যান্ডের প্রাথমিক দলে থাকার পরও বাদ পরতে হয়েছে চুড়ান্ত দল থেকে ।
তাছাড়া টি টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ ইংল্যান্ড ক্রিকেট টিমে
থাকছে না আর কোন চমক ।চলুন তাহলে দেখে নেই জস বাটলার এর নেতৃত্বাধিন টি
টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ ইংল্যান্ডের দলের চুড়ান্ত তালিকা ।
England squad for t20 world cup | টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য
ইংল্যান্ডের ১৫ সদস্যের দল
- জস বাটলার (অধিনায়ক)
- আদিল রশিদ
- মঈন আলী
- ফিল সল্ট
- হ্যারি ব্রুক
- বেন স্টোকস
- স্যাম কুরান
- রিস টপলে
- ক্রিস জর্ডান
- ডেভিড উইলি
- লিয়াম লিভিংস্টোন
- ক্রিস ওকস
- ডেবিড মালান
- মার্ক উড
বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড । উক্ত
সিরিজের প্রথম দুটি ম্যাচ, না খেলা খেলার সম্ভাবনা রয়েছে নিয়মিত ক্যাপ্টেন জস
বাটলার এর । ক্ষেত্রে ইংল্যান্ড ক্রিকেট টিম কে নেতৃত্ব দেবে তাদের সরকারি
ক্যাপ্টেন মইন আলী। তাছাড়া উক্ত সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে জস
বাটলার থাকবে ক্যাপটেন হিসেবে । উক্ত সিরিজের চুড়ান্ত সময়সূচি প্রকাশ হলে
আপনাদের কে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ।